বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন সামান্য আহত হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন - বেলুন বিক্রেতা আজিম তালুকদার (৬৭), তার নাতি হৃদয় (১৬) ও সম্রাট (১০)।
কোতোয়ালি থানার ওসি এটিএম নাসিম বলেন, “আজিম তার দুই নাতিকে সঙ্গে নিয়ে বেলুন বিক্রি করছিলেন। বেলুনে গ্যাস ভরার সময় অসাবধানতার কারণে সিলিন্ডার বিস্ফোরিত হয়।
“তাদের হাতে-পায়ে ফোসকা পড়েছে। কিছুটা ফুলেছে। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ভাল আছেন।”
স্থানীয়রা জানান, পহেলা বৈশাখে রাজেন্দ্র কলেজ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার প্রস্তুতি চলছিল। সিলিন্ডার বিস্ফোরণে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ অল্প সময়েই পরিস্থিতি শান্ত করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।