Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অটোরিক্সা চাপায় শিশু নিহত

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

 কুড়িগ্রামের রৌমারীতে ব্যাটারী চালিত অটোরিক্সা চাপায় রোমানা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ইজলামারী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসী অটোরিক্সাসহ চালককে আটক করে রাখে। পরে দুপুরের দিকে অটো চালকের আত্মীয়স্বজন জোটবদ্ধ হয়ে এসে নিহত শিশুর পরিবারের উপর হামলা চালিয়ে অটোরিক্সা চালককে ছিনিয়ে নিয়ে যায়। এতে নিহত শিশুটির মা নইমা খাতুন (২৬) মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার ১১টার দিকে শিশুটি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। এসময় রৌমারী থেকে ইজলামারী ঘাটের দিকে যাওয়া একটি দ্রুতগামি অটোরিক্সা শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে উত্তেজিত এলাকাবাসী ও নিহত শিশুটির পরিবারের সদস্যরা অটোসহ চালককে আটক করে রাখে। চালককে আটকের ঘটনাটি বাড়িতে পৌছেলে তার আত্মীয়স্বজন লাঠি-সোঠা নিয়ে জোটবদ্ধ হয়ে এসে নিহত শিশুর পরিবারের উপর হামলা চালায়।

এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোরিক্সা আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ