রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বহুল কাক্সিক্ষত ফেনীর উত্তর ও পূর্বাঞ্চল ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার মধ্যে সংযোগকারী মুহুরী নদীর ওপর মহামায়া ঘাটের সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। সেতুটি নির্মাণ হলে ফেনী জেলার কৃষি প্রধান এলাকা ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার তিন লক্ষাধিক লোকের দীর্ঘদিনের চাওয়া পূরণ হবে। সরেজমিন গিয়ে দেখা গেছে, ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোধা ও পাঠাননগরের পূর্ব সোনাপুর ও ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীচন্দ্রপুর গ্রামের কেন্দ্রস্থল মুহুরী নদীর ওপর মহামায়া ঘাটে নির্মিত হচ্ছে এলাকাবাসীর স্বপ্নের মহামায়া ঘাট সেতু। বর্তমান সরকারের এলজিইডি মন্ত্রণালয় মহামায়া ঘাট সেতু নির্মাণে সাত কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৯০ মিটার দৈর্ঘ্য নির্মাণ করেছে এ সেতু। ছাগলনাইয়া উপজেলা প্রকৌশলী নজিবুর রহমান জানান, সেতুটির নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সেতুটি নির্মাণ হলে লাখ লাখ মানুষ উপকৃত হবে। বিপ্লব ঘটবে এ অঞ্চলের কৃষি ক্ষেত্রে। গত বৃহস্পতিবার দুপুরে মহামায়া ঘাটে মুহুরী নদীর ওপর নির্মাণাধীন সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এ উপলক্ষে এক সুধীসমাবেশে পাঠাননগর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল হায়দার জুয়েলের সভাপতিত্বে ও সাংবাদিক এ বি এম নিজাম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সামছুদ্দিন ভুলু মজুমদার। যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, আ’লীগ নেতা আবদুল হাই ভূঁঞা, কাউন্সিলর মোজহারুল ইসলাম মুছা, কামাল উদ্দিন খোকন ও শিক্ষানুরাগী মশিউর রহমান শিমুল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।