রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ইমরান-লুৎফর পরিষদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার কড়া নিরাপত্তার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা সদরের বাইমহাটি কিন্ডার গার্টেন স্কুলে এই ভোট অনুষ্ঠিত হয়। রাত দশটার দিকে রির্টানিং কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার মো. মশিউর রহমান ফলাফল ঘোষণা করেন। মোট ২৬টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৬টি পদের প্রার্থীরা ভোট যুদ্ধে অবতীর্ন হন। বাকি ১০টি পদে কোন প্রতিদ্ব›িদ্ব না থাকায় অপর প্যানেল মাসুদ-খোরশেদ পরিষদের প্রার্থীরা বিনাপ্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হন।
নির্বাচনে মোট ৬৩৬জন ভোটারের মধ্যে ৬৩০জন শিক্ষক কর্মচারী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ইমরান-লুৎফর পরিষদের অন্যান পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি মো. আতিকুর রহমান, দেওয়ান মো. কবির হোসেন, হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো. সুলতান উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো. সাদেক আলী মিয়া, আব্দুল আলীম, কোষাধ্যক্ষ চন্দ্র মোহন বিশ্বাস, দপ্তর সম্পাদক জাকির হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছালাম মিঞা, চিত্ত বিনোদন সম্পাদক মো. ফরিদ হোসেন, সহ চিত্ত বিনোদন সম্পাদক মো. হুমায়ূন কবির, ক্রীড়া সম্পাদক মো. তোফাজ্জল হোসেন খান, ধর্মীয় সম্পাদক (ইসলাম) মুহাম্মদ আনিসুর রহমান মিয়া, ধর্মীয় সম্পাদক (হিন্দু) সঞ্জিত সরকার।
বিজয়ী সভাপতি ইমরান হোসেন তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মাসুদুর রহমানের চেয়ে ১৯৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে লুৎফর রহমান নিকটতম প্রতিদ্ব›িদ্বর চেয়ে খোরশেদ আলমের চেয়ে ১৯৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।