Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সমালোচনার মুখে ভারত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

সাতজন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিরুদ্ধে দায়েরকৃত একটি পিটিশন বাতিল করে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পর তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। সরকারের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ফেরত পাঠানো এ মানুষগুলোকে ভয়াবহ নির্যাতন ও নিপীড়নের ঝুঁকিতে ফেলে দেয়া হয়েছে। এছাড়া ভারত সরকারের এ পদক্ষেপকে প্রথাগত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই সাত রোহিঙ্গা দেশে হত্যার শিকারও হতে পারে বলে জানিয়েছেন পিটিশন দায়েরকারী আইনজীবী প্রশান্ত ভূষণ। রয়টার্স,আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ