Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাগাজীতে পুকুর থেকে লাশ উদ্ধার

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ৭:৩১ পিএম

সোনাগাজী উপজেলার ০৫ নং চর দরবেশ ইউনিয়নের পশ্চিম চর দরবেশ গ্রামের আবুল হোসেন সারেং বাড়ির নির্জন পুকুর থেকে পরিচয়হীন যুবকের লাশ উদ্ধার করেছে গ্রামবাসী।
গ্রামবাসী জানান, আজ (শুক্রবার) বিকেলে আবুল হোসেন সারেং বাড়ির নির্জন পুকুরে একটি অর্ধ গলিত লাশ অর্ধভাসমান দেখতে পেয়ে প্রথমে স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, নোয়াখালীর কোম্পানীগঞ্জ মডেল থানার পুলিশকে খবর দেয়। বিকেলে কোম্পানীগঞ্জ পুলিশ এসে পুকুরটি সোনাগাজী থানা সীমানায় হওয়াতে লাশটি দেখেই চলে যায়। সন্ধ্যায় সোনাগাজী মডেল থানা পুলিশ লাশটি থানায় নিয়ে আসে।
গ্রামবাসীর ধারনা, গত দুই বা তিন দিন আগে নির্জন পুকুরে লাশটি ফেলে যেতে পারে।
এ দিকে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোয়াজেম হোসেন জানান, লাশটির পরিচয় ও কি কারণে তার মৃত্যু হয়েছে। কেন লাশটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেল তার অনুসন্ধান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ