বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালে হেরোইন ব্যবসার দায়ে রিনা বেগম নামে এক গৃহবধুকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে বিজ্ঞ বিশেষ আদালতের বিচারক মো. নবাবুর রহমান। দন্ডিত রিনা বেগম (৩২) নগরীর ফকিরবাড়ি সড়কের সাত্তার সিকদারের স্ত্রী। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত রিনা বেগমকে পরে কারাগারে পাঠানো হয়।
২০১৫ সালের ২৩ জুলাই ফকির বাড়ি রোডের রিনা বেগমের ভাড়া বাসা থেকে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় রিনা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডিবি পুলিশের এসঅই চিন্ময় মিত্র। ডিবির উপ পরিদর্শক জসিমউদ্দিন তদন্ত শেসে আদালতে চার্জসীট দাখিল করেন।
বিজ্ঞ আদালত ৮ জনের স্বাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় রিনা বেগমকে উল্লেখিত দন্ডে দন্ডিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।