Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষ ঐক্যবদ্ধ থাকলে ভাগ্য পরিবর্তন হয়

-আনোয়ার হোসেন মঞ্জু

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

জাতীয় পার্টি (জেপি)র চেয়ারম্যান ও পানিস¤পদ মন্ত্রী আনোয়ার হোসেন বলেছেন, দেশ স্বাধীন হয়েছে, কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য নয়। মানুষ তার অবস্থার পরিবর্তন চায়, ক্ষুধা থেকে মুক্তি চায়, শিক্ষা চায়, আবাসন চায়। এটা একটা দীর্ঘপথ, মানুষ এক জীবনে তা সম্পন্ন করতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে ভাগ্য পরিবর্তন ত্বরান্বিত হয়। এ অঞ্চলের অতীত ও বর্তমানে যে উন্নয়ন কাজ সম্পাদন হচ্ছে তা এলাকাবাসীর ঐক্যের সুফল। দলমতের ভিন্নতা থাকলেও কাজের ব্যাপারে এক থাকলে যে ভাগ্য উন্নয়ন সহজ হয় তার উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। তিনি গত বুধবার রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার প্রত্যন্ত এলাকা উত্তর-পশ্চিম কলারন গ্রামে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উত্তর-পশ্চিম কলারন আজাহার আলী দাখিল মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বালিপাড়া ইউপি সদস্য মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, উপজেলা জেপির সাধারণ সম্পাদক ও বালিপাড়া সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি প্রমুখ। এর আগে মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ইন্দুরকানি উপজেলা প্রাণিস¤পদ উন্নয়ন কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় উত্তর-পশ্চিম কলারন আজাহার আলী দাখিল মাদরাসার একাডেমিক ভবন, ইন্দুরকানি উপজেলা সাবরেজিস্ট্রার অফিস, পত্তাশী ইউনিয়ন পরিষদ হতে রামচন্দ্রপুর সড়কের আরসিসি গার্ডার ব্রিজ, পত্তাশী বোর্ড স্কুল সড়ক এবং দক্ষিণ ভবানীপুর আরএসডি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ ছাড়া পাড়েরহাট ইউনিয়নের গুচ্ছগ্রামের সুবিধা বঞ্চিত অসহায় ব্যক্তিদের মাঝে সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত নগদ অর্থের চেক বিতরণ করেন। ইন্দুরকানি উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহমেদ, উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, পাড়েরহাটের ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুুর রহমান টুলু, কেন্দ্রিয় সমবায় বিষয়ক সম্পাদক গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, জেপি নেতা ইউসুফ আলী আকন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐক্যবদ্ধ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ