Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণফোরাম ও বাংলাদেশ জাসদের সংলাপ অনুষ্ঠিত : কতৃত্ববাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ফিরিয়ে এনে অসা¤প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে লড়াই অব্যাহত রাখবে গণফোরাম-বাংলাদেশ জাসদ। দেশের চলমান সংকট উত্তরণে আগামী নির্বাচনে জনগণের আশা-আকাঙ্খা বাস্তবায়নে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে এই কর্তৃত্ববাদী দখলদার সরকারকে সকল গণতন্ত্রকামী শক্তিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে বিদায় করা হবে। গণফোরাম ও বাংলাদেশ জাসদের মধ্যে গতকাল গণফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে নেতারা এ কথা বলেন। গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও বাংলাদেশ জাসদ সভাপতি শরিফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন- ২০১৮ সালের নির্বাচন বা পূর্ববর্তী দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রমান করে বাংলাদেশে দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হবে না। সুতরাং একটা সর্বদলীয়ভাবে সকলের কাছে গ্রহণযোগ্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। অবিলম্বে সব রাজনৈতিক দলগুলো বসে সংকট সমাধানে উদ্যোগ নিতে হবে। যদি এ ব্যপারে আমরা ঐক্যমতে পৌঁছাতে না পারি তবে দেশে মহা সংকট অনিবার্য, জনগণ আমাদের ক্ষমা করবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের নিকট আমরা দায়ী থাকব। তাই দেশের এই ক্রান্তিকালে সবাইকে একমত হয়ে নিজেদের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার আদায় করে জনতার সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

বাংলাদেশ জাসদ সভাপতি শরিফ নুরুল আম্বিয়া বলেন- দুঃশাসনের সরকার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। তাদের সকল অপকর্মের দায় দায়িত্ব এড়াতে জনগণের উপর অত্যাচার করে দুঃখ-দুর্দশা-কষ্ট চাপিয়ে দিচ্ছে। তারা কোনকিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সবকিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে, জনগণ দিশেহারা হয়ে গেছে। পরিস্থিতি নিরসনে এই মুহুর্তে সরকারেরই উচিৎ পদত্যাগ করা। আমাদের লক্ষ্য সকল সংকট কাটিয়ে উঠতে সবচেয়ে গ্রহণযোগ্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করা।

গণফোরাম-বাংলাদেশ জাসদের সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার, মনজুর আহমেদ মনজু সহ প্রতিনিধি দল, গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ