Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এখনই সময় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

জাগপা (একাংশ) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, করোনা পরিস্থিতি ভয়াবহ, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন, দেশের মানুষ ভাল নেই। এখনই সময় ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, পেশাজীবী সবাই মিলে একত্রিত হয়ে প্রতিবাদ করার। গতকাল শুক্রবার আসাদগেট জিইউপি মিলনায়তনে যুব জাগপা’র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে এসব কথা বলেন।
জাগপা সভাপতি বলেন, যুব জাগপা’র ইতিহাস দেশের জন্য নিজেকে উৎসর্গ করার ইতিহাস। যুব জাগপা’র গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাসকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আমাদের হারানোর কিছু নেই, জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মরহুম শফিউল আলম প্রধান আমাদের শিখিয়ে গেছেন জীবনের মূলমন্ত্র, ‘বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু’। যুব জাগপা সভাপতি আরিফুল হোক তুহিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলাম এর পরিচালনায় যুব সমাবেশে বক্তব্য রাখেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মোঃ আনাছ, সহ-সভাপতি রাশেদ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইনসান আলম আক্কাস, ঢাকা মহানগর জাগপা সভাপতি আরিফ হোসেন ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ এনায়েত আহমেদ হালিম, সহ সভাপতি মো. নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আজম, যুব জাগপা সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, ঢাকা মহানগর আহবায়ক নজরুল ইসলাম বাবলু, সহ-সভাপতি শাহিনুর রহমান শাহিন, জাগপা ছাত্রলীগ সহ-সভাপতি আল আমিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ