Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি এলে আ. লীগের সাথে জোটবদ্ধ হয়েই নির্বাচন করব

নেত্রকোনায় জি এম কাদের

নেত্রকোনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জি এম কাদের বলেছেন, আগে রাজনীতিবিদরা রাজনীতি করতো জনগনের জন্য, এখন রাজনীতি করে ক্ষমতা আর ব্যবসা বাণিজ্যের জন্য। রাজনীতির এই দুষ্ট চক্র থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। বর্তমান প্রেক্ষাপটে জোট ছাড়া নির্বাচনে কোন দলই সুবিধা করতে পাববে না। আমার দৃঢ় বিশ্বাস, আসন্ন নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি আসলে আমরা আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়েই নির্বাচন করবো। তিনি বলেন, জাতীয় পার্টি এখন নিয়ামক শক্তি। দেশের জনগন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। জেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট লিয়াকত আলী খানের সভাপতিত্বে সদস্য সচিব মান্নান খান আরজুর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জাতীয় পর্টির যুব বিষয়ক উপদেষ্টা এডভোকেট রেজাউল রহমান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নূরু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, ঢাকসু’র সাবেক সদস্য সাবেক ছাত্রনেতা নির্মল চন্দ্র দাস প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ