Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার চিন্তা করছে ইইউ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিবেচনা করবে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এ তথ্য জানিয়েছেন ইইউর তিন সিনিয়র কর্মকর্তা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি ইউরোপের প্রতিনিধিত্বকারী বৃহৎ জোট ইইউ। মিয়ানমারের তৈরী পোশাকসহ বিভিন্ন রপ্তানিমুখী পণ্যের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে মিয়ানমারের পণ্য, ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার হারাবে। এর আগে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্বিচারে নির্যাতনের অভিযোগে, মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক নীতিনির্ধারণে দায়িত্বপ্রাপ্ত ইউরোপীয় কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে (ক্ষতিগ্রস্ত হতে যাওয়া) বিপুলসংখ্যক জনগোষ্ঠীর স্বার্থের বিষয়টিও দেখছি আমরা। কিন্তু আমরা সেনাবাহিনীর অভিযানে গণহত্যার অভিযোগসংবলিত জাতিসংঘের প্রতিবেদন উপেক্ষা করতে পারি না।’ ইউরোপীয় কমিশনের অভ্যন্তরে এ ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরস্পরের মধ্যে দ্বিমত রয়েছে। দ্বিমত পোষণকারীরা বলে থাকেন, এসব নিষেধাজ্ঞায় সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তবে কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদ জাঙ্কার এখনো এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেননি। মিয়ানমারের বেশ কয়েকজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তার ভ্রমণে নিষেধাজ্ঞাসহ তাদের সম্পদ বাজেয়াপ্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। রয়টার্স।



 

Show all comments
  • মাহবুব ৫ অক্টোবর, ২০১৮, ২:৩৮ এএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন রাশিয়া-চীনের সাথে আমেরিকা,ইইউ,জাতিসংঘের দীর্ঘ বৈরীতার ফল বৈশ্বিকভাবে নানা যে উপসর্গ,তার অন্যতম রোহিঙ্গা সংকট ।মিয়ানমারের পাশে রাশিয়া-চীন,সাবেকীয় ভঙ্গিতে ।অং সান সুচি মূলতঃ বন্দী শো ওমেন ।নিষেধাজ্ঞা কাজ হবে না,বরং রাশিয়ার সাথে বৈশ্বিক জটিল সমস্যা,সংকট নিরসনে ,অকৃত্রিম আলোচনা প্রয়োজন ।বাস্তবতা বিপরীত ।ফলে ইইউ ,আমেরিকাকে ধন্যবাদ,কৃতজ্ঞতা জানিয়েও ,আমাদের পূর্ণ ভালবাসা থেকে বঞ্চিত ।আপনাদের বিভাজন,গ্রুপিং দ্বারা ,আমরা সংকটে ।অতীত ইতিহাসের দর্পণে শক্তির অন্তর্নিহীত নিতিবাচকতার রুপ লাইব্রেরীতে অবলোকন করা যায় । তা সার্বজনীন অবিতর্কিতভাবে অখন্ড তত্ত্ব দ্বারাই যুগে যুগে সত্যায়িত ও প্রমানিত ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ