মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিবেচনা করবে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এ তথ্য জানিয়েছেন ইইউর তিন সিনিয়র কর্মকর্তা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি ইউরোপের প্রতিনিধিত্বকারী বৃহৎ জোট ইইউ। মিয়ানমারের তৈরী পোশাকসহ বিভিন্ন রপ্তানিমুখী পণ্যের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে মিয়ানমারের পণ্য, ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার হারাবে। এর আগে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্বিচারে নির্যাতনের অভিযোগে, মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক নীতিনির্ধারণে দায়িত্বপ্রাপ্ত ইউরোপীয় কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে (ক্ষতিগ্রস্ত হতে যাওয়া) বিপুলসংখ্যক জনগোষ্ঠীর স্বার্থের বিষয়টিও দেখছি আমরা। কিন্তু আমরা সেনাবাহিনীর অভিযানে গণহত্যার অভিযোগসংবলিত জাতিসংঘের প্রতিবেদন উপেক্ষা করতে পারি না।’ ইউরোপীয় কমিশনের অভ্যন্তরে এ ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরস্পরের মধ্যে দ্বিমত রয়েছে। দ্বিমত পোষণকারীরা বলে থাকেন, এসব নিষেধাজ্ঞায় সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তবে কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদ জাঙ্কার এখনো এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেননি। মিয়ানমারের বেশ কয়েকজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তার ভ্রমণে নিষেধাজ্ঞাসহ তাদের সম্পদ বাজেয়াপ্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।