Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:৪৫ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে মাথা থেঁতলানো ও রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পিরোজপুর-বাগেরহাট সড়কের মহিশপুরা এলাকায় রাস্তার উপর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মহিশপুরা পুলিশ ফাঁড়ির আইসি এএসআই ওহিদুল হক ঘটনাস্থল থেকে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বুধবার দিবাগত রাতে যেকোন সময় বাস বা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক 'পাগলি' নিহত হয়েছেন। গাড়ি চাপায় তার মাথা থেঁতলে গেছে। তার পরনে ধূসর বর্ণের ছেড়া কাপড়চোপড় রয়েছে। ওই নারীকে স্থানীয় লোকজন ৮/১০দিন ধরে রাস্তার পাশে ঘোরাফেরা করতে দেখেছেন। তার কোন নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, এক পাগল নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশের পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ