Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত মাশরাফিও!

সাকিব অস্ট্রেলিয়া যাচ্ছেন কাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম


একটা অস্থির সময় কাটাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হাতের ইনজুরিতে এশিয়া কাপে এক ম্যাচ খেলেই দেশে ফিরেছিলেন ওপেনার তামিম ইকবাল। সাকিবও খেলতে পারেননি শেষ অবধি। ইনজুরি নিয়ে খেলেছেন মুশফিকুর রহিম। আর এশিয়া কাপ থেকে ইনজুরি নিয়ে ফিরেছেন ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা।

সামনেই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হওয়া ওই সিরিজে মাশরাফি খেলতে পারবেন কিনা সেটা নিয়েই এখন দেখা দিয়েছে সংশয়। গতকাল বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘হাত ও পায়ের মচকে যাওয়া ইনজুরি ঠিক হতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগে। মাশরাফির হাতে যে ব্যান্ডেজটা আছে, সেটি দুই সপ্তাহ পর খোলা হবে। তখন সত্যিকার অবস্থা বোঝা যাবে। তবে সাধারণত এসব ইনজুরি ভালো হতে ২১ দিনের মতো সময় লাগে।’

এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে রুবেলের বলে শোয়েব মালিকের উড়ন্ত ক্যাচ নিয়েছিলেন মাশরাফি। সে সময়ই ডান হাতের কনিষ্ঠা আঙুলে ব্যথা পান মাশরাফি। পরে হাতে ব্যান্ডেজ নিয়ে মাঠে নেমেছিলেন। ফিল্ডিং করতে গিয়ে পুনরায় চোট পান পায়ে। সেসব ইনজুরি নিয়েই ভারতের বিপক্ষে ফাইনালে খেলেছিলেন ওয়ানডে অধিনায়ক। এরপর দেশে ফিরে এক্স-রে করালে জানা যায়, মাশরাফির ডান হাতের কনিষ্ঠা আঙুল ভেঙে গেছে। পাশাপাশি তার ডান পায়ের উরুর মাংসপেশিতেও চোট রয়েছে। উরুর ইনজুরির ব্যাপারে দেবাশীষ জানান, ‘সেটা গুরুতর কিছু নয়। বিশ্রাম পেলে দুই সপ্তাহের মধ্যে এটা ভালো হয়ে যায়। মাশরাফি যেহেতু এখন পুরোপুরি বিশ্রামে, তাই উরুর ইনজুরি কোনো সমস্যা তৈরি করবে না।’ জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফি প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়।

এদিকে, ইনজুরিতে থাকা সাকিব আগামী ৫ অক্টোবর চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাবেন। তবে, বিশ্বসেরা অলরাউন্ডারের হাতের অস্ত্রোপচার করানো হবে আরও এক মাস পর।

 

 

 



 

Show all comments
  • Suhel ৪ অক্টোবর, ২০১৮, ২:৩০ পিএম says : 0
    মহান রাব্বুল আলামিন ওকে যেনো তাড়াতাড়ি সুস্থ করেন,,,,আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিজ

১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ