বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ শুক্রবার বাদ জুম’আ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে নির্বাচনী শোডাউন করবে। দলের প্রতি জনসমর্থন দেখানোই এ মহাসমাবেশের মূল উদ্দেশ্য। ইসলামী আন্দোলন এ মহাসমাবেশকে সফলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রায় এক মাস পূর্ব থেকেই এ মহাসমাবেশকে সামনে রেখে মূলদলসহ দলের অঙ্গ সংগঠনসমূহ কাজ করছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করতে সার্বিক দায়িত্বে রয়েছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম। তার নেতৃত্বে সাত উপ-কমিটির ৬৭ সদস্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। শুক্রবারের মহাসমাবেশ সফল করতে বাস্তবায়ন কমিটির নির্দেশ মত কাজ করে যাচ্ছে সারাদেশের হাজার হাজার নিবেদিতপ্রাণ কর্মীরা। মহাসমাবেশ বাস্তবায়নে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহাসমাবেশের মঞ্চের স্থান নির্ধারণ করা হয়েছে। মহাসমাবেশে যোগদানের জন্য কর্মীদের উদ্ধুদ্ধ করতে দেশব্যাপী সফর এবং প্রচার কাজও সম্পন্ন করেছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। সমাবেশে আগতদের জন্য জরুরী চিকিৎসা, পানি সরবরাহ, অভ্যর্থনা, ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।