Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে এক পশলা বৃষ্টি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

ভর দুপুরে কড়া সূর্যের তীর্যক দহনে রোদের আগুনে যেন ঝলসে যাচ্ছে চারিদিক। বঙ্গোপসাগর ও কর্ণফুলীর মোহনায় বন্দরনগরী চট্টগ্রামেও ভ্যাপসা গরমে দুর্বিষহ জীবনযাত্রা। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে হিমেল দমকা হাওয়া পরশ বুলিয়ে যায়। পর মুহূর্তেই শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

গতকাল (বুধবার) দুপুরের চিত্র এটি। ঠান্ড হাওয়াসহ ঝটিকা এ বর্ষণ স্থায়ী হয় মাত্র ঘণ্টা খানেক। ক্ষণিকের হলেও প্রত্যাশিত এ বৃষ্টি খরতপ্ত নগরজীবনে এনে দেয় অপার স্বস্তি। এ সময় অনেককেই রাস্তায় বৃষ্টিতে ভিজে একটু গা শীতল করতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রস্থলসহ অধিকাংশ স্থানে এবং জেলায় বিক্ষিপ্তভাবে এ বর্ষণ হলেও পতেঙ্গাসহ নগরীর দক্ষিণ প্রান্তে বৃষ্টির ফোঁটা পড়েনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টি

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ