মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উচ্চ মাত্রার ভায়াগ্রা ব্যবহার করলে রং চেনার ক্ষমতা হারাতে হতে পারে। এমনই ইঙ্গিত মিলেছে একটি গবেষণায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হেলথ সিস্টেমের গবেষকরা জানিয়েছেন, এক ৩১ বছর বয়সি যুবক এসে চিকিৎসকদের জানান, তিনি দু’চোখেই যা দেখছেন, সব লাল মনে হচ্ছে। দু’দিনেও তাঁর এই সমস্যা দূর হয়নি। চিকিৎসকদের পরামর্শের চেয়ে অনেক বেশি মাত্রার ভায়াগ্রা ব্যবহারের পরেই তার এই সমস্যা শুরু হয়েছে। এই যুবকের চিকিৎসা করতে গিয়েই ভায়াগ্রার ক্ষতিকর দিকটি সম্পর্কে জানতে পেরেছেন গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, স্বল্পমাত্রার ভায়াগ্রা ব্যবহার করলেও দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে। তবে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে সেই সমস্যা মিটে যায়। কিন্তু এই যুবক অত্যধিক ভায়াগ্রা ব্যবহার করায় তাঁর রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা করার পরেও তাঁর সমস্যা মেটেনি।
মাউন্ট সিনাইয়ের রেটিনা সার্ভিসের ডিরেক্টর রিচার্ড রোসেন জানিয়েছেন, “আমরা জানতাম, ভায়াগ্রা ব্যবহারের ফলে পার্শ্ব-প্রতিক্রিয়া হিসেবে রং চেনার সমস্যা হয়। কিন্তু এতদিন রেটিনার উপর ভায়াগ্রার ক্ষতিকর প্রভাবের বিষয়ে নিশ্চিত হতে পারিনি। এখন আমাদের গবেষণার ফলে চিকিৎসকদের সাহায্য হতে পারে।” সূত্র : ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।