Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শানের সুর সঙ্গীতে প্লে-ব্যাকে লুইপা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী লুইপা। প্রথম একক অ্যালবাম ‘ছায়াবাজি’র পর আর নতুন কোন অ্যালবাম প্রকাশ না করলেও বিভিন্ন সময়ে আলাদাভাবে একটি একটি করে গান প্রকাশ করেছেন তিনি। গান বাংলার আয়োজনে ‘উইন্ড অব চেঞ্জ’ এ লুইপার গাওয়া ‘আমার আপনার চেয়ে আপন যেজন’ নজরুল সঙ্গীতটি লুইপাকে অন্যরকম জনপ্রিয়তা এনে দেয়। গত বছর বেগম আখতারকে উৎসর্গ করে গাওয়া ‘জোছনা করেছে আঁড়ি আসেনা আমার বাড়ি’ গানটিতেও লুইপার গায়কীর ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। যারাই তার কন্ঠে এই গান শুনেছেন তারাও প্রশংসা করেছেন। ‘উইন্ড অব চেঞ্জ’র সর্বশেষ সিজনে লুইপা অ্যাণ্ডু কিশোরের সঙ্গে গেয়েছেন ‘বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে’ গানটি। এই গানটিতেও তার গায়কী প্রশংসিত হচ্ছে। তার গাওয়া ‘জেন্টলম্যান’ গানটিও শ্রোতা-দর্শকের কাছে বেশ সাড়া পেয়েছে। এই গানের মিউজিক ভিডিওতে লুইপর বিপরীতে মডেল ছিলেন সিয়াম আহমেদ। এবার লুইপা চলচ্চিত্রে গান গেয়েছেন। শাহরিয়ার নাজিম জয় নির্দেশিত ‘পাপ কাহিনী’ চলচ্চিত্রে ‘আমার পাশে তুমি, তোমার পাশে আমি, আমার কাছে তুমি, নিজের চেয়েও দামী’ গানটিতে কন্ঠ দিয়েছেন। এরইমধ্যে গানটির রেকর্ডিং শেষে দৃশ্যধারণের কাজও শেষ হয়েছে। গানটির কথা লিখেছেন শাহরিয়ার নাজিম জয় এবং সুর সঙ্গীতায়োজন করেছেন শান। গানটিতে কন্ঠ দেয়া প্রসঙ্গে লুইপা বলেন, ‘ধন্যবাদ শাহরিয়ার নাজিম জয় ভাইকে তার চলচ্চিত্রে আমাকে সুন্দর একটি গান গাইবার সুযোগ করে দেবার জন্য। শান ভাই চমৎকার সুর করেন, সর্বোপরি ভালো একজন সঙ্গীত পরিচালক। আমি গানটিতে কন্ঠ দিয়ে তৃপ্ত। বাকীটা দর্শক শ্রোতারা ভালো বলতে পারবেন।’ শান বলেন,‘ লুইপা একজন অসাধারণ সঙ্গীতশিল্পী। অসাধারণ গেয়েছেন তিনি। এই গান লুইপাকে অন্যরবম উচ্চতায় নিয়ে যাবে আমার বিশ্বাস। আমার বিশ্বাস, আগামীতে লুইপা অনেক বড় একজন সঙ্গীতশিল্পী হবেন।’ উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর লুইপা কন্যা সন্তানের মা হয়েছেন। তার কন্যার নাম পায়রা। বর্তমানে তিনি বগুড়া আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ