নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগেই ১৭ সদস্যের স্কোয়াডে ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল স্কোয়াডে আরো একজনকে যুক্ত করেছে তারা। দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন মোহাম্মদ হাফিজ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েই দলে জায়গা মিলেছে ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে সিরিজে জায়গা হয়নি বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের।
২০১৬ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার পর সাদা জার্সিতে আর মাঠে নামা হয়নি তার। দেশের জার্সিতে ৫০ টেস্টে ব্যাট হাতে ৯টি শতক ও ১২টি অর্ধশতকসহ ৩ হাজার ৪৫২ রান আছে হাফিজের। টেস্টে বল হাতে ৫২ উইকেট নিয়েছেন তিনি।
প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ৩৩ বছর বয়সী অফস্পিনার বিলাল আসিফ ও ২৬ বছর বয়সী বাঁহাতি পেসার মির হামজা থাকবেন অভিষেকের অপেক্ষায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান স্কোয়াড : আজহার আলি, ফাখর জামান, ইমাম উল হক, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাহউদ্দিন, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইয়াসির শাহ, শাদাব খান, বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, ফাহিম আশরাফ, মির হামজা, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ হাফিজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।