বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা আবুল হোসেন ওরফে আবু (৫৫) নিহত হয়েছেন। গত রোববার দিবাগত ভোর রাত ৩ টায় সদর উপজেলার ধোপাঘাটা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত আবুল হোসেন ওরফে আবু নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এম এল লাল পতাকা) পাবনা জেলা কমান্ডার। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ৯ টি মামলা রয়েছে। সে সদর উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামের মৃত গোলাম উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, গত রোববার আবুল হোসেন ওরফে আবুকে পূর্ব রাঘবপুর থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, তার সহযোগিদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ রয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য রোববার দিবাগত রাত ৩ টার দিকে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। পুলিশের দল সদর উপজেলার ধোপাঘাটা বড় ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে আবুলকে ছিনিয়ে নিতে তার সহযোগিরা হঠাৎ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এর মাঝে আবুল ওরফে আবু কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়।
পুলিশ ও দুষ্কৃতকারীদের মধ্যে প্রায় ১৫ মিনিট গুলি বিনিময়ের এক পর্যায়ে দুষ্কৃতকারীরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আবুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৪ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) গৌতম কুমার বিশ্বাস। পুলিশের আহত সদস্যরা হলেন, এএসআই শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, কনস্টেবল সাইদুর রহমান ও আব্দুল জলিল। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি রিভালবার, ৪ রাউন্ড ২২ বোরের গুলি, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।