Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ লাখ মানুষের প্রাণঘাতী রাসায়নিক উদ্ধার ভারতে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

সিন্থেটিক ওপিয়েড এবং ফেন্টানাইল। একদম অপরিচিত দুই মারণ রাসায়নিক উদ্ধার হয়েছে ভারতের ইন্দোরে। যে পরিমাণ মারণ রাসায়নিক উদ্ধার হয়েছে তাতে অনায়াসে ৪০-৫০ লাখ মানুষ মারা যেতে পারে। মারণ এই রাসায়নিকের বাজার মূল্য ১১০ কোটি টাকা। ইন্দোরের এক স্থানীয় ব্যবসায়ী এবং এক মার্কিন গবেষক যৌথ উদ্যোগে রাসায়নিক কারখানাটি চালাতেন। এই রাসায়নিক সহজে বাতাসে ছড়িয়ে পড়তে পারে। তারপর সেটি গায়ের চামড়ার মধ্যে মিশে যায়। মাত্র দুই মিলিগ্রাম ফেন্টানাইলে ২০ লাখ লোক মারা যেতে পারে। মরফিনের থেকেও ১০০ গুণ বেশি মারণ এই রাসায়নিক। গোপন সূত্রে খবর পেয়ে ইন্দোরের একটি বেসরকারি রাসায়নিক গবেষণাগারে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টালিজেন্স (ডিআরআই) অভিযান চালায়। ডিআরআইয়ের ডিজি ডি পি দাশ জানিয়েছেন, ভারতে এই প্রথম এই মারণ রাসায়নিকের সন্ধান পাওয়া গেল। এই রাসায়নিক এতই শক্তিশালী যে হেরোইনের থেকে ৫০ গুণ বেশি ক্ষতিকর প্রভাব রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসায়নিক

১১ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ