রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরে বীজ ও রাসাযনিক সার বিতরণ করা শুরু হযেছে। বুধবার সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। নাটোর সদর-নলডঙ্গা আসনের সংসদ সদস্য আলহাজ্জ শফিকুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে এই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এই কার্যক্রমের আওতায় ১৯৩৫ জন চাষীকে বীজ ও রাসাযনিক সার বিতরণ করা হবে। তারমধ্যে বুধবারে নাটোর সদরের ৩’শ জন চাষীর মাঝে সরিষা ৩’শ কেজি, মাথাপিছু ২০ কেজি হারে ৬ হাজার কেজি ডিএপি, মাথাপিছু ১০ কেজি হারে ৩ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হয়। ২০১৮-১৯ রবি মৌসুমে সরিষা, ভুট্টা, গম ও বিটি বেগুন এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে মুগ ও তিল ফসলে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুণ্ঠান শেষে এমপি শিমুল নাটোর সদরের ৩শ’ ৫০ জন ও নলডাঙ্গার দেড়শ মোট ৫’শ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে ৫’শ বান্ডিল টিন এবং প্রত্যেককে ৩ হাজার টাকার চেক বিতরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।