Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

দ্বিতীয় স্ত্রীকে সম্পত্তি লিখে দেওয়ার আশঙ্কায় বাবাকে নৃশংসভাবে হত্যা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ১২:১৮ পিএম

'দ্বিতীয় স্ত্রীকে আরও সম্পত্তি লিখে দিতে পারেন এমন আশঙ্কায় ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় নিজের জন্মদাতা বাবাকে গলা কেটে হত্যা করেছে তারই সন্তান।'
রোববার পুলিশের কাছে এমন নৃশংস হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহতের প্রবাসী ছেলে মো. লিটন মিয়া। পরে ধামরাই থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

জানা যায়, হত্যার রহস্য উদঘাটনে নিহতের দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর ছেলে লিটনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ধামরাই থানা পুলিশ। দীর্ঘসময় জিজ্ঞাসাবাদের পর ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপকচন্দ্র সাহার কাছে লিটন তার বাবাকে নিজ হাতে গলা কাটে হত্যার কথা স্বীকার করেন।

এ সময় হত্যার কারণ হিসেবে লিটন বলেন, তার মা মারা যাওয়ার পর বাবা তাকে না জানিয়ে বিয়ে করেন। বিয়ের সময় লিখে দেন ১৫ শতাংশ জমি। আরও জমি তার বাবা তার দ্বিতীয় স্ত্রীকে লিখে দিতে পারেন এ আশঙ্কায় তিনি বাবাকে হত্যা করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবাকে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ