Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা-বাবাকে কুপিয়ে জখম ছেলে ও পুত্রবধূকে আসামি করে থানায় মামলা

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছেলের কাছে টাকা চাওয়ায় বাবা-মাকে মারধরের ঘটনায় পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে। মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় ওই মামলা দায়ের করা হয়। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামের আবদুল হাই এর তিন মেয়ে ও একমাত্র ছেলে মোস্তফা কামাল। গত শনিবার দুপুরে ছেলের কাছে বাবা আবদুল হাই ৪ হাজার টাকা চাইলে ক্ষীপ্ত হয় মোস্তফা। টাকা চাওয়া নিয়ে বাকবিত-ার এক পর্যায়ে বাবার কাছে তেড়ে যায় মোস্তফা। হাতের কাছে থাকা দা নিয়ে বাবার পেটে কোপ দেয় ছেলে। ওই সময় মা ছালেমা খাতুন এগিয়ে আসলে তার গালেও জুতার বাড়ি দেয় ও লাঠি দিয়ে আঘাত করে মায়ের বাম হাতে জখম করে ছেলে মোস্তফা। শ্বাশুড়িকে মারধর করে পুত্রবধূ হুসনে আরা বেগমও। ওই অবস্থায় বাবা আবদুল হাইকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চারটি সেলাই দেয়া হয়। ঘটনাটি নিয়ে গত মঙ্গলবার দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার রাতে ছেলে ও পুত্রবধূকে আসামি করে পিতার দায়ের করা মামলা নতিভুক্ত করেন পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, মঙ্গলবার রাতে ছেলে ও পুত্রবধূকে আসামি করে পিতার দায়ের করা মামলাটি আমলে নিয়ে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মা-বাবাকে কুপিয়ে জখম ছেলে ও পুত্রবধূকে আসামি করে থানায় মামলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ