মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাবাকে কুপিয়ে হত্যা করে ২৫ টুকরো করেছে পুত্র, শুধু তাই নয় সেই লাশের টুকরোগুলো তিনটি বস্তায় ভরে সরিয়ে দেয়ার চেষ্টা করে ওই পাষণ্ড। আর এই কাজে সহযোগিতা করেন তার চার বন্ধু। তবে তিনটি বস্তা নিয়ে বের হতেই বাড়ির সামনে হাতেনাতে ধরা পড়ে সবাই। এদের মধ্যে তিন বন্ধু পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদরা এলাকার বাসিন্দা বাবা সন্দেশ আগরওয়াল ও ছেলে আমন আগরওয়ালের মধ্যে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে বিবাদে বাবাকে খুন করেছে ওই ছেলে। ৪৮ বছর বয়সী সন্দেশের দুই ছেলে ও এক মেয়ে। সন্দেশের পারিবারিক সূত্রে জানা যায়, এক মাস আগে বাবাবে হত্যার হুমকি দিয়েছিল ছেলে আমন। তবে সত্যি যে আমন বাবাকে হত্যা করবে তা কেউ বিশ্বাস করতে পারছে না। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।