বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খোদ রাজধানীর মোহাম্মদপুরে রাস্তা থেকে জোড়পূর্বক তুলে নির্জন এলাকায় নিয়ে ১৪ বছরের এক গার্মেন্টকর্মীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এতে চরম অসুস্থ অবস্থায় মেয়েটি ঢাকা মেডিক্যাল কলেজ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছে। এ ঘটনায় জড়িত আট বখাটেকে আসামি করে মেয়েটির মা মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন। তবে পলাতক আসামিরা ওই কিশোরির অসহায় পরিবারকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ভাল না।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ঘটনায় জড়িতরা এলাকায় বখাটে হিসেবে পরিচিত। অভিযুক্তদের মধ্যে এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন এখনও পলাতক রয়েছে। তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) মো. আজাদ বলেন, গত ২১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার পর বুদ্ধিজীবী কবরস্থানের পাশের এলাকায় ওই গার্মেন্টকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় দায় স্বীকার করেছে। আরো দুজনকে ধরতে অভিযান চলছে।
ওই কিশোরির মা বলেন, হত্যার ভয়ে প্রথমে ঘটনাটি কাউকে জানানো হয়নি। তবে পুলিশকে ঘটনার পরপরই জানানো হয়। এজাহারভুক্ত আসামিদের দুজন গ্রেপ্তার না হওয়ায় তারা মামলা উঠিয়ে নিতে পরিবারকে ভয় দেখাচ্ছে। ঘটনার পর তার মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছে।
পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার মেয়েটি দরিদ্র পরিবারের সন্তান। বরিশাল বাবুগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই কিশোরী বর্তমানে তার মায়ের সঙ্গে মোহাম্মদপুর এলাকার একটি টিনসেড ভাড়া বাসায় থাকতো। স্থানীয় একটি গার্মেন্ট কারখানায় কাজ করতো সে। তার টাকায় মাকে নিয়ে সংসার চলত। এখন তার কাজ বন্ধ। সংসারের চাকাও বন্ধ। মেয়েকে নিয়ে অসহায় মা এখন বিচার চেয়ে দ্বারে ঘুরছে।
মামলার এজাহারে বলা হয়েছে, মামলার প্রধান আসামি বিল্লাল ওই কিশোরিরে আগে থেকে উত্তক্ত করত। গত ২১ সেপ্টেম্বর গত শুক্রবার সন্ধ্যার দিকে ওই কিশোরী রায়েরবাজার বুদ্ধিজীবী কবর স্থান এলাকা দিয়ে বাসায় ফেরার সময় বিল্লাল তার পথরোধ করে। এরপর জোড়পূর্বক তাকে পার্শ্ববর্তি একটি নার্সারী বাগানে নিয়ে যায়। পরে সেখানে বিল্লাল ও তার বখাটে বন্ধুরা মিলে তাকে গর্ণ ধর্ষণ করে। ঘটনার পর ওই কিশোরী বাসায় এসে বিষয়টি তার মাকে খুলে বলেন। এরপর থেকে বিল্লাল ও তার বখাটে বন্ধুরা ওই কিশোরির মাকে হুমকি দিয়ে বিষয়টি কাউকে না জানাতে নিষেধ করে। এরপর ২৪ সেপ্টেম্বর পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ দ্রুত ওই কিশোরীকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসার জন্য পাঠায়। পরে সেখান থেকে গতকাল রোববার ঢাকা মেডিক্যালের ওসিসিতে ভর্তি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।