Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসিয়ান-যুক্তরাষ্ট্র অনানুষ্ঠানিক সম্মেলনে যোগ দিয়েছে মিয়ানমার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ৬:১১ পিএম

মিয়ানমারের কেন্দ্রীয় আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী কিয়াউ তিন ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনানুষ্ঠানিক আসিয়ান-যুক্তরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছেন। রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর দেয়।
সম্মেলনে লাউসের পররাষ্ট্রমন্ত্রী স্যালেমক্স কোমাসিথ ও মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী জন জে সুলিভান চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। তারা স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়াদি ছাড়াও আসিয়ান-মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
মিয়ানমারের মন্ত্রী ২৬ সেপ্টেম্বর ‘ইউনাইটেড টু এন্ড টুবারকুলোসিস: অ্যান আর্জেন্ট গ্লোবাল রেসপন্স টু গ্লোবাল ইডিডেমিক’ শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেন ও বক্তব্য দেন। তিনি বলেন, “যক্ষ্মার পাদুর্ভাব হ্রাস পেয়েছে। ফলে মৃত্যুর হারও কমে গেছে। যে রোগটি সারিয়ে তোলা সম্ভব, সেই রোগে লাখ লাখ লোকের মারা যাওয়াটা দুঃখজনক। যক্ষ্মায় আক্রান্ত বেশির ভাগ রোগী দেখা যায় উন্নয়নশীল বিশ্বে। এটি একটি বড় চ্যালেঞ্জ। এই রোগ থেকে উত্তরণের বিশেষ উদ্যোগ প্রয়োজন।” তিনি বলেন, “মিয়ানমার সরকার যক্ষ্মানিরোধক জাতীয় কর্মসূচি পরিচালনা করার কথা ভাবছে।” সূত্রঃ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ