Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে মাদক ও জালনোট চক্রের গ্রেফতার ৪২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে মাদক, অস্ত্র ও জালনোট চক্রের ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। গত শুক্রবার সকাল থেকে গতকাল পর্যন্ত এ অভিযান চলে।
ডিএমপর ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, থানা ও ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৯৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫২ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ৩৭০ গ্রাম গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, শাহজাহানপুর থানধীন রেলওয়ে কলোনি এলাকা থেকে শুক্রবার রাতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি (দক্ষিণ) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, ভাটারা এলাকা থেকে গতকাল ভোরে প্রায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও বিদেশি অস্ত্র-গুলিসহ জাহাঙ্গীর নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর ইসতিয়াক জানান, জাহাঙ্গীর একজন মাদকবিক্রেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।
তুরাগের বাউনিয়া এলাকা থেকে গত শুক্রবার বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। গ্রেফতারকৃতরা হল- আবুল হোসেন ওরফে ইমন, শেখ সুমন, ছগির হোসেন ওরফে শাহীন, ইকবাল হোসেন, স্বপ্না আক্তার ও তৌকির আহম্মেদ ওরফে সুজন। তাদের কাছ থেকে ৫১ লাখ টাকার জাল নোট, ১টি ল্যাপটপ, ২টি কালার প্রিন্টার, বিভিন্ন ধরণের কাগজ, কালি, স্কিন বোর্ড, ফয়েল পেপার ও ২৯ হাজার ৮শ’ টাকার আসল নোট উদ্ধার করা হয়। ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসন্ন জাতীয় নির্বাচন ও দূর্গা পূজাকে সামনে রেখে ৪/৫ কোটি টাকার জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ