Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এশিয়া কাপের অধিনায়ক মাশরাফি’

শেবাগ-লক্ষ্মণদের ‘টুপি খোলা সম্মান’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আবারও এশিয়া কাপের ফাইনালে হেরে শিরোপাস্বপ্ন চূর হয়েছে বাংলাদেশের। প্রতিপক্ষও সেই ভারত। তবে দুর্দান্ত খেলে ঠিকই ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। হারের পরও তাই বাংলাদেশের লড়াইয়ের মানষিকতাকে সম্মান জানাচ্ছেন বর্তমান-সাবেক অনেক ক্রিকেট বোদ্ধারা। এই তালিকায় রয়েছেন ভারতেরই দুই সাবেক গ্রেট বীরেন্দ্র শেবাগ ও ভিভিএস লক্ষণ এবং পাকিস্তানি লিজেন্ড ও ধারাভাষ্যকার রমিজ রাজা।

পুরো টুর্নামেন্টে ছন্দে থাকা ভারতকে জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয়েছে। বাংলাদেশের এমন দুর্দান্ত লড়াইয়ে মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব। শুভকামনা জানিয়ে বাংলাদেশকে ‘টুপি খোলা সম্মান’ জানিয়েছেন শেবাগ লক্ষ্মণদের ভারতীয় মত বড় বড় তারকারা। আর রমিজ রাজা তো মাশরাফিকে বসিয়েছেন এশিয়া কাপের অধিনায়কের সম্মানিত আসনে।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ শেবাগ লিখেছেন, ‘এত কাছে তবু কতটা দূরে। এশিয়া কাপ জেতার জন্য ভারতকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেটারদের ছাড়াও এমন উজ্জীবিত ম্যাচ উপহার দেওয়ায় বাংলাদেশকে প্রতি টুপি খোলা সম্মান জানাচ্ছি।’ আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতকে অভিনন্দন! সাকিব ও তামিমকে হারানোর সত্তে¡ও, তাদের বিস্ময়কর লড়াই ও মনোভাবের জন্য বাংলাদেশকে ও টুপি খোলা সম্মান।’
সাবেক ভারতীয় তারকা মোহাম্মদ কাইফও লিখেছেন, ‘ভারতকে অভিনন্দন এশিয়া কাপ জেতায়। বোলাররা পুরো টুর্নামেন্টেই ভালো করেছে। আর তার কারণেই আমরা এশিয়া কাপ জিততে পেরেছি। তবে সত্যি দুর্দান্ত প্রচেষ্টা উপহার দিয়েছে বাংলাদেশ এবং ম্যাচটিকে এত গভীরে নিয়ে গেছে।’

প্রশংসা তো অনেকেই করছেন তবে একজনের প্রশংসা সত্যিই অবাক করার মত। তিনি হলেন রমিজ রাজা। পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার কখনো বাংলাদেশের পক্ষে কথা বলেন না। তাছাড়া নানা সময় ম্যাচ চলাকালেও টাইগারদের নিয়ে নেতিবাচক আলোচনা করেন এই ধারাভাষ্যকার। সেই রমিজ রাজার কাছেই এবারের এশিয়া কাপের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পরশু ম্যাচ শেষে আসরের বিদায়ী ধারাভাষ্যে রমিজ রাজা বাংলাদেশের অসাধারণ খেলার জন্য প্রশংসা করেন। পাশাপাশি মাশরাফি বিন মর্তুজাকে পুরো এশিয়া কাপের অধিনায়ক বলে উল্লেখ করেন।

রমিজ রাজা মাশরাফিকে নিয়ে বলেন, ‘এমন খেলায় ব্যক্তিগত সাফল্যের বিকল্প নেই। অনেক খেলোয়াড়ই ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল ছিলেন। যেমন শিখর ধাওয়ান, রোহিত শর্মা, মোস্তাফিজুর রহমান। কিন্তু আমার দৃষ্টিতে পুরো এশিয়া কাপের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আমি এই জন্য এটা বললাম যে, মাশরাফির কাছে সাকিব আল হাসান ছিলেন না, তামিম ইকবাল ছিলেন না। তার ছিল অর্ধেক শক্তির একটি দল। সেই দল নিয়ে টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ উদ্বোধনী জুটি ছিলো মাত্র ১৬ রানের। এরপরেও তিনি এই দলকে নিয়ে এগিয়ে এসেছেন, এই দলকে সামনে টেনেছেন এবং ভারতের সাথে সমানে সমান লড়াই করে দেখিয়েছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপে

২১ ডিসেম্বর, ২০২১
২৯ সেপ্টেম্বর, ২০১৮
২৫ সেপ্টেম্বর, ২০১৮
২৮ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ