নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে দেশের দ্রুততম বালকের খেতাব জিতেছেন বাংলাদেশ ক্রীড়া রশিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মামুন আলী। অন্যদিকে একই প্রতিষ্ঠানের সুমাইয়া দেওয়ান হয়েছেন দ্রুততম বালিকা। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জুনিয়র অ্যাথলেটিক্সের শেষ দিনে বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের দু’টি স্বর্ণই যায় বিকেএসপি’র ঘরে। দু’জনেই খেতাব জেতার পর সাবেক কৃতি অ্যাথলেট ও বিকেএসপির অ্যাথলেট কর্মকর্তা শামীমা সাত্তার মিমুর পায়ে হাত দিয়ে সালাম করেন। মাথায় হাত দিয়ে তরুন প্রজন্মকে আশির্বাদ করলেন মিমুও।
আগের দিন ১০০ মিটার স্প্রিন্টে কিশোরী বিভাগের স্বর্ণপদক জিতেছিলেন বিকেএসপির রুপা খাতুন। কাল বালক বিভাগে এই কৃতিত্ব দেখান মামুন। বিকেএসপির নবম শ্রেনীর এই ছাত্র ১১.২০ সেকেন্ড সময় নিয়ে দৌঁড় শেষ করেন। মাত্র এক বছরের অনুশীলনেই সেরা হয়েছেন কুষ্টিয়ার ছেলে মামুন আলী। অ্যাথলেটিক্সে আসার আগে চার মাস সুইমিং করেছেন তিনি। ৫০ মিটার ব্রেষ্টস্ট্রোক ও বাটারফ্লাই ছিল তার পছন্দের দু’টি ইভেন্ট। কিন্তু বিকেএসপির কোচদের কাছে মনে হয়েছে, মামুন অ্যাথলেটিক্সেই ফিট। যার প্রমাণ দিলেন তিনি। স্বর্ণ জিতে মামুন বলেন, ‘স্যারদের (বিকেএসপির কোচ) বিশ্বাস আমি রাখতে পেরেছি এতেই আমি খুব খুশী।’ ভবিষ্যতের কথা জানাতে গিয়ে তিনি বলেন,‘ভবিষ্যতে আমি ভালোমানের অ্যাথলেট হতে চাই। এসএ গেমসে দেশের জন্য স্বর্ণপদক জিততে চাই।’
অন্যদিকে আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছেন একই সংস্থার সুমাইয়া দেওয়ান। গত বছর জুনিয়র মিটে ২০০ মিটারে স্বর্ণ ও ৪০০ মিটার স্প্রিন্টে রুপা জিতেছিলেন তিনি। কিন্তু ১০০ মিটারে অংশই নেননি। এবার তিনটি ইভেন্টেই স্বর্ণপদক জিতে নিয়েছেন মানিকগঞ্জের এই মেয়ে। বিকেএসপিতে দেড় বছর ধরে অনুশীলন করছেন। ভবিষ্যতে স্বপ্ন দেখেন দেশকে ভালো কিছু উপহার দেয়ার। সুমাইয়া বলেন, ‘ভবিষ্যতে আমি বিদেশের মাটি থেকে দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই। পদক জিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।