Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় জুনিয়র বক্সিং

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১০ এএম

বালক ও বালিকাদের ১৫টি ইভেন্টে আগামী ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে জাতীয় জুনিয়র বালক ও বালিকা বক্সিং চ্যাম্পিয়নশিপ। পল্টন ময়দান সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নেবেন দেশের আট বিভাগের বাছাইকৃত বক্সাররা। চ্যাম্পিয়নশিপের ওজন শ্রেণীগুলো হলো- বালক বিভাগে ২৯, ৩২, ৩৫.৫, ৩৮.৫, ৪২, ৪৫, ৪৮, ৫১ ও ৫৪ কেজি এবং বালিকা বিভাগে খেলা হবে ৩৬, ৩৮.৫, ৪২, ৪৫, ৪৮ ও ৫১ কেজিতে। বিভিন্ন বিভাগে বাছাইপর্বগুলো ৯ থেকে ১০ ফেব্রুয়ারি রাজশাহীতে, ১১ থেকে ১২ ফেব্রুয়ারি রংপুরে, ১৩ থেকে ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম ও ময়মনসিংহে, ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারি সিলেটে, ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি খুলনায় এবং ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি বরিশাল ও ঢাকায় অনুষ্ঠিত হবে। ঢাকায় মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে এবং বাকি সাত বিভাগের বাছাই পর্ব হবে বিভাগীয় স্টেডিয়ামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় জুনিয়র বক্সিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ