Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাভার্ড ভ্যান কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের উত্তর পাশে গতকাল শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ডভ্যান চাপায় উম্মে রুমান মারজানা (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত মারজানা পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের সবজি বিক্রেতা ফিরোজ আহাম্মদ সোহাগের মেয়ে। সে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী (রোল-২) ছাত্রী। মারজানার মৃত্যুর খবর শুনে পাশ্ববর্তী স্কুলছাত্রসহ সাধারণ জনতা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শতাধিক গাড়ির গ্লাস ভাঙচুর করে।

স্থানীয় সূত্র ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন জানান, শনিবার স্কুল ছুটির পর মারজানা বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিল। এ সময় বাজারের মেডিল্যাব ক্লিনিকের সামনে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান মারজানাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করে। এদিকে স্কুলছাত্রীর নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন ও নতুন সড়ক দেড় এক ঘণ্টা পর্যন্ত অবরোধ করে রাখে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানা ইন্সপেক্টর তদন্ত শুভ রঞ্জন চাকমা বলেন, ‘দুর্ঘটনায় খবর পেয়ে লাশটি উদ্ধার করি। এছাড়া ঘাতক কাভার্ডভ্যানটি ও চালককে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলছাত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ