Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবাধ নির্বাচন হলে দেশবাসী ২ জোটকে প্রত্যাখ্যান করবে

রাজধানীতে পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে জনগন দুই জোটকে প্রত্যাখান করবে। ইসলামী আন্দোলনকে বিজয়ী করবে। ফলে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারা দেশ পরিচালনা করেছে তারা সকলেই সন্ত্রাস ও দুর্ণীতির মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন। দুর্নীতিবাজদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। যারা দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করবে, ইনসাফপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠন করবে তাদেরকেই দেশবাসী ভোট দিবে।
গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১১ আসনের নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর রামপুরাস্থ আল-কারীম কমপ্লেক্স মিলনায়তনে মুফতী মুহাম্মাদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা-১১ আসনে হাতপাখার মনোনীত প্রার্থী আলহাজ মুহাম্মাদ আমিনুল ইসলাম, নগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মাকবুল হোসাইন, মুফতি ওয়ালিউল্লাহ প্রমুখ। নির্বাচনী কর্মশালায় ৫ অক্টোবর সোহরাওয়াদী উদ্যানের মহাসমাবেশ সফলের আহবান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ