Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমার সরকারের প্রতি মাইক পম্পেওর আহ্বান

মানবাধিকার হরণের তদন্ত করুন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মানবাধিকার হরণের তদন্তে দৃঢ় পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এছাড়া রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় দেশটিতে আটক হয়ে কারাদণ্ড পাওয়া বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। মিয়ানমারের স্টেট কাউন্সিলরের কার্যালয় বিষয়ক মন্ত্রী কিয়াও টিন্ট সোয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। ওই বৈঠকে পম্পেও যুক্তরাষ্ট্রের নথিবদ্ধ করা প্রতিবেদন ও জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের উল্লেখ করা মিয়ানমারের মানবাধিকার হরণের তথ্য তুলে ধরেন। এসব ঘটনায় দায়ী নিরাপত্তা বাহিনীর সদস্য ও অন্যদের দায়বদ্ধ করারও আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের সময়ে অনুষ্ঠিত ওই বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নুয়ার্ট বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সরকারকে অবিলম্বে কারাদণ্ডপ্রাপ্ত রয়টার্স সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ও’কে মুক্তি দেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি মত প্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও শক্তিশালী করতেও মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান’। আন্তর্জাতিক কঠোর সমালোচনা সত্তে¡ও গত মাসে এই দুই সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি আদালত। রোহিঙ্গা নিপীড়ন নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনের নানা ভাগেই কঠোর সমালোচনার মুখোমুখি হচ্ছে মিয়ানমার সরকার। সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেওয়ার মৌখিক প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার জন্য মিয়ানমারকে অভিযুক্ত করেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ