Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন পাঁচ প্রজাতির মাছের সন্ধান ভুটানে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

হিমালয়ান রাজ্য ভুটানে পাঁচটি নতুন প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের এক পিএইচডি’র ছাত্র এবং কলেজ অব নেচারাল রিসোর্সের অধ্যাপক ডিবি গ্রুং-এর গবেষণায় এই নতুন প্রজাতিগুলোর সন্ধান পান। মাছগুলো টরেন্ট ক্যাটফিশ গ্রুপের অন্তর্ভুক্ত বলে তারা জানিয়েছেন। ডিবি গ্রুং বলেন, বর্তমানে ভুটানে অনেক নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেলেও সিকিম ও অরুনাচল প্রদেশের মতো একই জিওফিজিক্যাল বৈশিষ্ট্যের অধিকারী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও কিছু প্রজাতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, প্রকৃতি সংরক্ষণ ও টেকসই উন্নয়নের ব্যাপারে ভুটানের অঙ্গীকারের প্রতি সম্মান দেখিয়ে নতুন মাছের প্রজাতিগুলোর নামকরণ করা হয়েছে। এর একটি প্রজাতির নামকরণ করা হয়েছে পারাসিলগলানিস দ্রুকিউলেনসিস। ভুটানের আরেক নাম দ্রুকিউল। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাছ

৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ