Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুমোদন ছাড়া বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন সম্প্রচার করা যাবে না

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

টেলিভিশনে টিআরপি রেটিং এজেন্সি বাস্তবায়ন এবং তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন সম্প্রচার করা যাবে না। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স- অ্যাটকোর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান, অ্যাটকোর প্রেসিডেন্ট সালমান এফ রহমান। সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, অ্যাটকোর আন্ডারে বা অ্যাটকোর সঙ্গে সম্পৃক্ত যারা আছে তাদের জন্য একটা টিআরপি রেটিং এজেন্সি প্রয়োজন। বিদেশি যেসব টিভি চ্যানেল আমাদের দেশে দেখানো হয়, আইনে লেখা আছে তাদের চ্যানেলে বিজ্ঞাপন দেখাতে হলে আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে তাদের অনুমতি নিতে হবে। তারা বিদেশি বিজ্ঞাপনও দেখাতে পারবে না। বাংলাদেশি বিজ্ঞাপনও দেখাতে পারবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞাপন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ