Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান জানান শুক্রবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র নিয়ন্ত্রন হারিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রর ২ যাত্রী নুরু মুন্সী এবং রোজিনা বেগম ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও ২ যাত্রী। অপরদিকে সকাল ৮ টার দিকে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের মালীগ্রাম কলাতলা নামক স্থানে ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস মাওয়া যাওয়ার পথে দাড়িয়ে থাকা একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যান চালক মজিবর শেখ নিহত হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ