Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িগঙ্গায় ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহি একটি ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে ফরাশগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। ট্রলারটিতে ৩০/৩৫ জন যাত্রী ছিল বলে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন।

তবে নৌ-পুলিশ ও আশপাশের লোকজনের তৎপরতায় যাত্রীরা তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়া (৯) ও আলভি (৩ মাস) নামের ওই দুই শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট নৌ-পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল নিখোঁজদের সন্ধানে নদীতে অভিযান চালাচ্ছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে জানান, ওয়াইজঘাট থেকে একটি ট্রলার ৩০/৩৫ জন যাত্রী নিয়ে ফতুল্লার পাগলা যাচ্ছিল।

এসময় ট্রলারটি ফরাশগঞ্জ ঘাট এলাকায় আসলে চাঁদপুর থেকে ছেড়ে আসা এমভি ক্রিষ্টাল ক্রুজ নামে একটি লঞ্চের সঙ্গে হঠাৎ সজোড়ে ধাক্কা খায় এবং লঞ্চের ঢেউয়ের মধ্যে পড়ে লঞ্চটি সাথে সাথেই নদীতে ডুবে যায়। এসময় নদীতে টহলরত নৌ-পুলিশের সদস্যরা এগিয়ে আসে এবং আশপাশের লোকজনের সহায়তায় ট্রলারের বাকী যাত্রীদের তীরে নিয়ে আসতে সক্ষম হয়। তবে মাহিয়া (৯) ও আলভি ( ৩ মাস) নামে দুই শিশু কন্যা নিখোঁজ রয়েছে।

জানা যায়, নিখোঁজ মাহিয়ার বাবার নাম মো: রতন এবং আলভির বাবার নাম রাসেল মিয়া। নারায়নগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় তাদের বাড়ি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ