Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতবিরোধী বিক্ষোভে উত্তাল জম্মু ও কাশ্মীর

বেসামরিক নাগরিকের হত্যাকে কেন্দ্র করে কারফিউ জারি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

এক বেসামরিক নাগরিকের হত্যাকে কেন্দ্র করে নতুন করে বিক্ষোভ দানা বেঁধেছে জম্মু ও কাশ্মীরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশকিছু এলাকায় কারফিউ জারি ও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে ২৬ বছর বয়সী সালিম মালিককে হত্যা করা হয়। মালিকের পরিবার আল-জাজিরাকে জানায়, ভারতীয় সেনারা তাকে বিদ্রোহী হিসেবে সন্দেহ করার পর কোনো ধরনের উসকানি ছাড়াই মালিককে গুলি করে হত্যা করা হয়। মালিকের এক আত্মীয় রিয়াজ আহমেদ এ ঘটনাকে ‘ঠাণ্ডা মাথায় খুন’ বলে উল্লেখ করেছেন। এদিকে মালিক হত্যার খবর প্রকাশের পর বেশকিছু স্থানে ভারতবিরোধী বিক্ষোভ ও সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে মালিক ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন বলে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। মালিক হত্যার প্রতিবাদে শতাধিক জনতা শ্রীনগরের রাস্তায় বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ভারতীয় শাসনের অবসান দাবি করে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে সরকারি বাহিনী কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে। এছাড়া শহরের পুরনো এলাকাগুলোয় চলাচলে সীমাবদ্ধতা জারি করেছে কর্তৃপক্ষ। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ