Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোট চুক্তির ব্যাপারে এখনও নীরব মালদ্বীপের বিরোধী দল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১১ পিএম | আপডেট : ১২:১৩ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

মালদ্বীপের বিরোধী দল জোটের চুক্তির বিষয়ে এখনও নীরব ভূমিকা পালন করছে। বুধবার নির্বাচনী মেনিফেস্টোতেও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয় নি।
চার বিরোধী দলের সম্মিলিত প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ রোববার প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে পরাজিত করেছেন। বিরোধী জোটে রয়েছে প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টি, ধর্মীয় রক্ষণশীল আদালাত পার্টি, জুমহুরি পার্টি এবং ক্ষমতাসীন দলের ভেঙ্গে যাওয়া একাংশ – মাউমুন রিফর্ম মুভমেন্ট। চারটি বিরোধী দলের নেতারাই হয় কারাগারে অথবা নির্বাসনে আছেন। এরা হলেন মোহাম্মদ নাশিদ (এমডিপি), শেখ ইমরান আব্দুল্লা (এপি), গাসিম ইব্রাহিম (জেপি) এবং মামুন আব্দুল গাইয়ুম। যৌথ ম্যানিফেস্টোতে বলা হয়েছে, চার দলের স্বাক্ষরিত জোট চুক্তি অবশ্যই ৩০ দিনের মধ্যে পার্লামেন্টে পাশ হতে হবে। পার্লামেন্টে কোয়ালিশান সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
বুধবারের প্রেস ব্রিফিংয়ে, নতুন নির্বাচিত প্রেসিডেন্টের মুখপাত্র মারিয়া আহমেদ দিদি সাংবাদিকদের বলেন, চুক্তির ব্যাপারে তিনি কিছু বলতে পারছেন না। তিনি বলেন, “এটার ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর আমরা ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরু করবো।” তিনি জোর দিয়ে বলেন যে,“ দলগুলো এক সাথে কাজ করছে এবং সবগুলো দল ও বিরোধী নেতাদেরই এখানে বক্তব্য থাকবে। তবে প্রেসিডেন্টই সিদ্ধান্ত নিবেন। বিশ্বের সবখানে সেভাবেই কাজ হয় এবং এটা নতুন কিছু নয়। এটাই প্রথম পৃথিবীর কোন দেশে জোট সরকার গঠিত হচ্ছে না।”
ম্যানিফেস্টো অনুসারে, চার নেতা একটা চুক্তিতে স্বাক্ষর করবেন। জোট ভেঙ্গে গেলে কি হবে, সেটার ব্যাখ্যা থাকবে এই চুক্তিতে। কিন্তু এর বেশি বিস্তারিত কিছু বলা নেই ম্যানিফেস্টোতে। সূত্রঃ জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালদ্বীপ

২৩ ফেব্রুয়ারি, ২০২২
৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ