Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ে শিশুর শিক্ষায় ব্যর্থতা বিপর্যয় ডেকে আনবে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

মেয়ে শিশুদের সুশিক্ষা লাভের ব্যবস্থা করতে ব্যর্থ হলে সমাজে ‘বিপর্যয়’ নেমে আসবে বলে সতর্ক করেছেন বিশ্ব নেতৃবৃন্দ। আর তাই মেয়েদের শিক্ষিত করে তুলতে আরো বেশি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া ফ্রান্স, কানাডা এবং যুক্তরাজ্য বিশ্বের দেশগুলোকে মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ বাড়ানোর আহ্বান জানায়। মঙ্গলবার সম্মেলনের ফাঁকে নেতারা বলেন, মেয়েরা শিক্ষিত না হলে একটি জাতি তার উৎপাদন ক্ষমতা হারাবে এবং দেশে যুদ্ধ ও অস্থিতিশীলতার ঝুঁকি বাড়বে। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে ১৩ কোটির বেশি মেয়েশিশু বিশেষত, সংঘর্ষ-বিক্ষুব্ধ এবং গরিব অঞ্চলগুলোর বহু মেয়েই স্কুলে যাওয়ার সুযোগ পায় না। যে কারণে প্রতি বছর ৩০ লক্ষ কোটি মার্কিন ডলার আয় এবং উৎপাদন থেকে বিশ্ব বঞ্চিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, সুশিক্ষার অভাবে মেয়েশিশুরা বাল্যবিবাহ, ভঙ্গুর স্বাস্থ্য, অপ্রাপ্ত বয়সে মাতৃত্ব, কর্মহীনতা ও দারিদ্র্য জর্জরিত হচ্ছে এবং বিশ্বকে এর মূল্য দিতে হচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ