Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার কিশোরীদের ভুটান মিশন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

সাফ অনুর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গতকাল দুপুর ১টায় রওয়ানা হয়ে বেলা আড়াইটায় ভুটান পৌঁছেছে বাংলাদেশ দলের মেয়েরা। থিম্পু থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানায়, দলের সব খেলোয়াড় সুস্থ আছেন। তারা নিরাপদেই ভুটানে এসে পৌঁছেছেন। পারো বিমানবন্দর থেকে এক ঘন্টার মোটর যাত্রা শেষে বিকাল চারটায় থিম্পুর হোটেল আঁরিয়া’তে এসে পৌঁছায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৮ দল। আজ সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ম্যাচ ভেন্যু চাংলিমিথান স্টেডিয়ামে প্রথম সেশনের অনুশীলন করবে কোচ গোলাম রব্বানী ছোটনের শীষ্যরা।

আগামীকাল থিম্পুতে শুরু হবে সাফ অনুর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের খেলা। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টে সার্কভুক্ত ছয়টি দেশ অংশ নিচ্ছে। দলগুলো হলো- স্বাগতিক ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও বাংলাদেশ। শ্রীলঙ্কার খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তারা নাম প্রত্যাহার করে নেয়। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে আছে- ভারত, স্বাগতিক ভুটান ও মালদ্বীপ। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল। কাল টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশ মাঠে নামবে ৩০ সেপ্টেম্বর। এদিন তাদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। ২ অক্টোবর নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে লাল-সবুজরা খেলবে নেপালের বিপক্ষে। টুর্নামেন্টের দুই সেমিফাইনাল অনুিষ্ঠত হবে ৫ অক্টোবর। দু’দিন পর স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে শেষ হবে অনুর্ধ্ব-১৭ মেয়েদের সাফ।

ভুটান যাত্রার প্রক্কালে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী সাফে ভালো খেলার লক্ষ্যের কথা জানান। ছোটন বলেন,‘আমাদের লক্ষ্য থাকবে সাফল্যের ধারা অব্যাহত রাখা। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের মেয়েরা ভালো পারফরমেন্স করছে। সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়ার পর তারা সদ্য সমাপ্ত এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘এফ’ গ্রুপ সেরা হয়েছে। আমি মনে করি এ দু’টি সাফল্য অনুর্ধ্ব-১৮ দলকে উজ্জীবিত করবে। তাছাড়া সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ ও এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে খেলা বেশ ক’জন খেলোয়াড় রয়েছে অনুর্ধ্ব-১৮ দলে। তারা শুক্রবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টে নিজেদের যোগ্যতা আবারো প্রমাণ করবে।’ অধিনায়ক মৌসুমীর কথা,‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই ভুটান যাচ্ছি। দলের সবাই নিজেদের সেরাটা মাঠে ঢেলে দিতে প্রস্তুত। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আমরা সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করতে পারি।’

বাংলাদেশ দল : মাহমুদা আক্তার, রূপনা চাকমা, রুকসানা বেগম, মাসুরা পারভীন, শিউলি আজিম, আঁখি খাতুন, সাজেদা খাতুন, শামসুন্নাহার, আনাই মোগিনি, নাজমা, রিতু পর্না চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা, মারিয়া মান্ডা, মোসাম্মদ মিসরাত জাহান মৌসুমি (অধিনায়ক), ইসরাত জাহান রত্ন , মনিকা চাকমা, মার্জিয়া, সানজিদা আক্তার, তহুরা খাতুন, মোসাম্মদ সিরাত জাহান স্বপ্না, শ্রীমতি
কৃষ্ণারাণী সরকার, রাজিয়া খাতুন ও অনুচিং মোগিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ