মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দালাই লামা তার পরবর্তী উত্তরসূরী বাছাই করেছেন। ১৯৪০ সালের ২২ ফেব্রুয়ারি থেকে তিনি ১৪তম দালাই লামা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। লাদাখের ডিস্কিট গীর্জায় ১৩ জুলাই গোপনে এটা ঠিক করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্পর্শকাতর এই বিষয়টি সম্পর্কে অবগত সূত্র এ তথ্য জানিয়েছে। ৩ জুলাই দালাই লামা লাদাখে পৌঁছান।
১৫তম দালাই লামা একজন তরুণ তিব্বতী শিশু, যার বয়স তিন বা চার বছর। তার বাবা-মা ভারতে শরণার্থী হিসেবে বাস করছেন। তারা এখন ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করবেন এবং পরে তারা মার্কিন নাগরিকত্বও পেতে পারেন। ১৪তম দালাই লামার লাদাখ সফরের মূল উদ্দেশ্য ছিলো তার উত্তরসূরী ১৫তম দালাই লামাকে বাছাই করা। ৪-১২ জুলাই দালাই লামা লাদাখের কয়েকটি গ্রুপের সাথে ব্যক্তিগতভাবে তার শিওয়াতসেল ফোদরাংয়ের কোয়ার্টারে সাক্ষাত করেন। উত্তরাধিকার বাছাইয়ের প্রক্রিয়ার জন্যই ওই সাক্ষাত করেন তিনি।
সূত্র জানিয়েছে, দালাই লামা আধ্যাত্মিক ডো বল আচার পালন করেন। উচ্চ পর্যায়ের লামাদের বাছাইয়ের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক আচার। এমনকি তিব্বতীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোদ দালাই লামার জন্যও এটা বাধ্যতামূলক। তিব্বতী একটি ওয়েবসাইটের মতে, কোন গীর্জা বা ব্যক্তি যখন কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যান, তখন ডো-বল ডিভিনেশান আচার পালন করা হয়। উচ্চ পর্যায়ের লামাদের বাছাইয়ের বিষয়টি এ ধরনের অতি গুরুত্বপূর্ণ বিষয়।
উপযুক্ত সময় না আসা পর্যন্ত ১৫তম দালাই লামার ব্যাপারে কোন প্রকাশ্য ঘোষণা দেয়া হবে না। তা না হলে এটা প্রশ্নের জন্ম দেবে – দালাই লামার স্বাস্থ্য যদি ভালোই থাকে এবং তিনি যদি আরও ১৫ বছর বেঁচে থাকেন, তাহলে তিব্বতীরা এখনই কেন এটা করছে। ১৪তম দালাই লামার অনুসারীরা এ ধরনের দাবি করে এসেছেন এতদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।