পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মুসলিম কিংবা খ্রিস্টান বলে কোনো সন্ত্রাসী নেই। কারণ একবার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়লে তার আর কোনো ধর্ম থাকে না। ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল শহরে প্রথমবার ভ্রমণের পর তিব্বতের আধ্যাত্মিক ধর্মগুরু দালাই লামা এ ধরনের মন্তব্য করেন। তিনদিনের সফরে গত মঙ্গলবার মণিপুর যাওয়ার একদিন পর বুধবার গণঅভ্যর্থনার সময় এ ধরনের মন্তব্য করেন ৮২ বছর বয়সী এ ধর্মগুরু। ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ধর্ম পালন এবং ধর্ম প্রচারের মধ্যে পার্থক্য রয়েছে। পরে তিনি বলেন, এটা ভালো নয়। ঐতিহাসিকভাবেই ভারত বহু জাতি-ধর্মের দেশ। সে কারণে আলাদা আলাদা মানুষের ভিন্ন ভিন্ন গোত্র, ভিন্ন বিশ্বাস রয়েছে; আর সেটাই হওয়ার কথা। তবে কোনো ধর্মের মানুষেরই অন্যকে প্ররোচিত করার অধিকার নেই। এটা একেবারেই ভুল কাজ বলেও মন্তব্য করেন তিনি।
দোকলাম ইস্যু নিয়ে ভারত-চীনের দ্ব›েদ্বর ব্যাপারে তিনি জানান, ভারত-চীন উভয়ই বিশাল দেশ। কাউকে হারানোর ক্ষমতা কারও নেই। উভয়কে পাশাপাশি বসবাস করতে হবে। সীমান্ত এলাকায় কিছু সমস্যা রয়েছে। কিন্তু সে কারণে গুরুতর কোনো ঘটনা ঘটবে বলে আমি মনে করি না। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।