Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলম খান ও এ্যাণ্ড্রু কিশোরের উদ্যোগে অপ্রকাশিত সৈয়দ হক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক তার মৃত্যুর দু’দিন আগে হাসপাতালের কেবিনে এ্যান্ড্রু কিশোরকে তার অপ্রকাশিত কিছু গানের দায়িত্ব দিয়ে যান এবং গানগুলো সুর করার জন্য আলম খানের কথা বলে যান। সেই দায়িত্ব নিয়ে আলম খান ও এ্যান্ড্রু কিশোর তার অপ্রকাশিত গানগুলো শ্রোতা দর্শকের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন। তাদের এই উদ্যোগের সাথে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা। এরইমধ্যে সৈয়দ শামসুল হকের একটি গানের রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। প্রথম গানটির শিরোনাম হচ্ছে ‘অপ্রকাশিত সৈয়দ হক-১’। গানের কথা হচ্ছে ‘ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রুমালে’। গানটি প্রসঙ্গে আলম খান বলেন, ‘আমি সম্পূর্ণ আবেগ দিয়ে গানটির সুর সঙ্গীতায়োজন করেছি। গানটির মুখ আমি বেশ কয়েকরকমের করেছি। সেখান থেকে একটি রেখেছি আমি। অন্তরায় প্রথম লাইনের পর দ্বিতীয়বারের সুরটি ইমপ্রোভাইজ করা যা আমার জীবনে প্রথম। এই গানে যখন এ্যাণ্ড্রু কন্ঠ দিয়েছে তখন আমি সেই কিশোরকেই খুঁজে পেয়েছি যে কিশোরকে আমি শুরুতে পেয়েছিলাম। অসাধারণ গেয়েছে এ্যাণ্ড্রু। আমার সুর করা কোন গানই আমি এতোবার শুনিনি কখনো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি এই গানটি শুনে তারপর ঘুমাই। হক ভাইয়ের লেখা গান ও কবিতা নিয়ে আমার এবং এ্যান্ড্রু কিশোরের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলতে থাকবে।’ এ্যান্ড্রু কিশোর বলেন,‘ হক ভাই মারা যাবার দু’দিন আগে আমি হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। সেখানেই তিনি আমাকে তার লেখা কয়েকটি গান আমাকে গাইতে বলেন এবং গানগুলোর সুর করার জন্য আমার গুরু আলম ভাইয়ের কথা বলেন। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু এই গান করতে গিয়ে বারবারই মনে হয়েছে হক ভাই আমাদের মাঝে বেঁচে আছেন। হক ভাইয়ের লেখা গান বুঝতে হলে অনেক সময় লাগে। কয়েকবার পড়ার পর তা বুঝা যায়। হক ভাইকে দেয়া কথা আমি রাখতে পেরেছি এটাই অনেক ভালোলাগার বিষয়। কারণ তার লেখা গান হায়রে মানুষ গানটি গেয়েই আমি জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। আমার গাওয়া গান আমি নিজে এতোবার শুনিনি এই গানটি যতোবার শুনেছি আমি। অবশ্যই কৃতজ্ঞ সঙ্গীতার কর্ণধার সেলিম খানের প্রতি।’ সেলিম খান বলেন,‘ আলম স্যার এবং এ্যাণ্ড্রু দাদার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ যে নতুন প্রজন্মের উপযোগী করেই গানটি করা হয়েছে। শিগগিরই গানটির ভিডিও নির্মাণ করে সঙ্গীতার ব্যানারে প্রকাশিত হবে।’ উল্লেখ্য, সৈয়দ শামসুল হকের লেখা আলম খানের সুরে এ্যাণ্ড্রু কিশোরের বিখ্যাত গানগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে ‘ভুলি নাই তোমাদের মতো’,‘ ‘হায়রে মানুষ’,‘ চাঁদের সাথে আমি দেবোনা’,‘ কারে বলে ভালোবাসা’,‘ আমি চক্ষু দিয়া’,‘ তোরা দেখ দেখ’ ইত্যাদি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ