বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে গণধর্ষণের শিকার হয়েছে দুই কিশোরী। মোবাইল চুরির অভিযোগে জিজ্ঞাসাবাদের অজুহাতে তাদের আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেছে আট দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুই কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর নিউ মার্কেট মোড়ের জলসা মার্কেট ও আশপাশের এলাকা থেকে গতকাল (সোমবার) ভোর পর্যন্ত টানা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, রোববার সন্ধ্যায় মার্কেটের নবম তলার ছাদে নিয়ে ওই দুই কিশোরীকে আট যুবক ধর্ষণ করে। তিনি জানান, ধর্ষণের শিকার দুই কিশোরীর মধ্যে একজন জলসা মার্কেটে চাকরি করে। অপর কিশোরী তার সাথে দেখা করতে সেখানে যায়। এক পর্যায়ে দোকানের একজনের মোবাইল হারিয়ে গেছে অভিযোগ এনে তাদের আটক করা হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরীকে উদ্ধার করে। এরপর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে আট জনের মধ্যে ছয় জনকে গ্রেফতার করা হয়। অপর দুইজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতরা হলেন- আবদুল আউয়াল ডালিম (৩০), মো. ফারুক (২৭), মো. কবির (২৭), জাহাঙ্গীর আলম (২৪), মো. বাবলু (২৮) ও মো. সেলিম (৩৫)। গ্রেফতারকৃতরা ওই মার্কেটের দোকান কর্মচারী ও স্থানীয় বখাটে। এ ব্যাপারে এক কিশোরী বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছে বলে জানান থানার ওসি। দুই কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।