Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে ধর্ষণের চেষ্টা মামলা তুলে নেওয়ার হুমকি

আসামীদের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১:০৫ এএম

গাজীপুরের শ্রীপুরে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে বাদীর বসত বাড়ীতে হামলার অভিযোগ পাওয়া গেছে। মামলা করার পর থেকে ওই স্কুল ছাত্রীর লেখাপড়া বন্ধ রয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর পরিবার গতকাল রোববার দুপুরে তাদের নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন।
জানা যায়, পৌর এলাকার কেওয়া চন্নাপাড়া গ্রামের সাদিক মাষ্টার একাডেমির ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ওই স্কুলের প্রধান শিক্ষক খন্দকার হুমায়ুন কবির গত সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টূর্নামেন্ট খেলার কথা বলার জন্য তার অফিস কক্ষে নিয়ে যায় ও তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হয়ে গেলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য শিক্ষকের লোকজন উঠে পড়ে লাগে ও ছাত্রীর বাবাকে আপোষ হয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে ছাত্রীর পিতা শিক্ষকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে মিমাংসা হয়ে গেছে এমন খবর এলাকায় রটালে ছাত্রীর পিতা বাদী হয়ে গত রোববার (১৬ সেপ্টেম্বর) ওই শিক্ষকসহ ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ এনে আরও ৪ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করার পর থেকে প্রভাবশালীরা ছাত্রী ও তার পরিবারকে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি গত বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে হুমায়ুন কবিরের লোকজন বাদীর বসত বাড়ীতে দা, লাঠি নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় ও মামলা প্রত্যাহারের হুমকি দেয়।
ছাত্রীর পিতা নুরে আলম জানান, তাদের অনবরত হুমকির কারণে তার কন্যা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত হুমায়ুন কবিরের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ