Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

লাভ সোনিয়া

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১ মানমার্জিয়াঁ, ২ স্ত্রী, ৩ লাভ সোনিয়া,
৪ পল্টন, ৫ লায়লা মজনু

ভারতের খরা পীড়িত অঞ্চলের কৃষকদের অসহায়ত্বের এক বাস্তব উপাখ্যান এটি। এমনই এক খরাক্রান্ত গ্রামের দরিদ্র কৃষক শিবা (আদিল হুসেন)। ঋণ ভারাক্রান্ত শিবার দুই মেয়ে সোনিয়া (ম্রুনাল ঠাকুর) আর প্রীতি (রিয়া সিসোড়িয়া) পরিবারের এমন দুরবস্থায়ও নিজেরা হাসিখুশি থাকার চেষ্টা করে। দুই বোনের মধ্যে বন্ধুর সম্পর্ক। তাদের আত্মবিশ্বাসে চিড় ধরে যখন তাদের বাবা ঋণ পরিশোধের জন্য প্রীতিকে এক জমিদারের কাছে বেচে দেবার সিদ্ধান্ত নেয়। এরপরই প্রীতি গুম হয়ে যায়। সহজ সরল সোনিয়া ফলাফল কী হতে পারে বিবেচনা না করই বেরিয়ে পড়ে বোনের খোঁজে। তার এই অনুসন্ধান তাকে নিয়ে আসে মুম্বাইয়ের অন্ধকার জগতে। নারী পাচার, যৌনতা বাণিজ্য আর দেহ ব্যবসা’র ফাঁদে পড়ে যায় সে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ