Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিয়ানমারের ৫শ’ শরণার্থী সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বসবাসের জায়গা অস্বাস্থ্যকর হওয়ায় যুক্তরাষ্ট্রের নেব্র্যাস্কা প্রদেশের একটি অ্যাপার্টমেন্ট থেকে মিয়ানমারের প্রায় ৫০০ শরণার্থীকে সরিয়ে নেয়া হয়েছে। নেব্র্যাস্কার ওমাহা শহরের উত্তরাংশের অ্যাপার্টমেন্টগুলো পরিদর্শনের সময় ইয়েল পার্ক অ্যাপার্টমেন্টে তাদেরকে শহর পরিদর্শকরা সরিয়ে নেয় বলে ‘দ্য ওমাহা ওয়ার্ল্ড-হেরাল্ড’র বরাত দিয়ে জানিয়েছে এবিসি নিউজ। পরিদর্শকরা জানান, এই অ্যাপার্টমেন্টে অনিরাপদ বৈদ্যুতিক সার্কিট, প্রাকৃতিক গ্যাস লিক, ইঁদুর, ছারপোকা ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের উৎপাতসহ অসংখ্য সমস্যা আছে। জনাকীর্ণ ও অস্বাস্থ্যকর অ্যাপার্টমেন্টগুলো বসবাসের অনুপযুক্ত বিবেচনা করে সেখান থেকে শরণার্থীদের সরিয়ে নেয়া হয়। তারা আরও জানান, এসব শরণার্থীকে এখন কমিউনিটি সেন্টারগুলোতে থাকতে দেয়া হয়েছে, যেখানে তারা নিরাপদে খেতে, ঘুমাতে ও গোসল করতে পারবে। হার্টল্যান্ড ফ্যামিলি সার্ভিসের সঙ্গে কাজ করা জোয়ানি পুরে বলেন, দাতা সংস্থাগুলোর সাহায্যে অন্য কোনও জায়গায় উপযুক্ত বসবাসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এসব শরণার্থীকে এখানে থাকতে হবে। এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরণার্থী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ