Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকসহ নদীতে ভেঙে পড়ল সেতু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পার্বত্য খাগড়াছড়িতে চেঙ্গী নদীর ওপর নির্মিত ব্রিজের একাংশ গতকাল পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় মো. মমিন নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। সকাল ১০টার দিকে জেলার মহালছড়ি থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সকালের দিকে খাগড়াছড়ির মহালছড়ি সদর থেকে পাথরবোঝাই একটি ট্রাক উপজেলার মোবাছড়ি যাওয়ার পথে ফিসারি ঘাট এলাকার বেইলি ব্রিজ পার হওয়ার সময় পাটাতন ভেঙে চেঙ্গী নদীতে পড়ে যায়।
ঘটনার পর চালকসহ ট্রাকে থাকা চারজন স্থানীয়দের সহযোগিতায় নদীর তীরে ফিরতে পারলেও মো. মমিন নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা চেঙ্গী নদীতে তল্লাশি চালাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতাধীন এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করত। ব্রিজটি ভেঙে পড়ার কারণে মোবাছড়ি ইউনিয়নের প্রায় ২০-২৫ হাজার বাসিন্দার উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আখতারুল আদনান আজম জানান, ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম ফকির জানান, স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে পারলেও এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। ঘটনার পরপরই মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহম্মেদ ও মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন ঊর্মি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেতু

১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ